অ্যাই হোলো আর কতক্ষণ !
স্নানে গ্যাছো ঠিক এক ঘন্টা
কখন তুমি মাজবে শুনি
কলপাড়ে কাঁড়ি বাসন কোসন
শাশুড়ি মা বলে মুখ খিঁচিয়ে
চলে যায় মুখে পান'টি দিয়ে
ছেলে বউ বলে, এখুনি যাব
বলে না যে তার ৠতুস্রাব
ঝলসায় তার চোখ দু'খানি
মা বোঝেনা ক্লান্তি জানি !
শাশুড়ি মায়ের মুখটি বেজার
বউগুলো কাজ করছে যে যার
বাইরে বাইরে সকালবেলায়
কালো বউটা চাকরীতে যায়
ছেলে আমার সোনার বাপু
হোক সে বেকার, দেখতে ভালো
তার দুটো বাচ্চা দুটোই মেয়ে
দুটোরই কেন রঙটা কালো ?
শাশুড়ীর মনে ঘোর সন্দেহ
চাকরী না, যায় বেচতে দেহ !
সেদিন তখন রাত হয়েছে
পরিপাটি ক'রে মুখটি ধুয়ে
শাশুড়ি তক্তপোষেই শুয়ে
মনের মধ্যে গজ্ গজানি
মরুক এবার বজ্জাত বউ
কালো বউগুলো পুড়েই মরে !
এমন সময় ছেলের ঘরে
কালো বউ এর ডাকটি পড়ে
শাশুড়ি মা চমকে ওঠে
তাড়াতাড়িতে কানটি পাতে
কালো বউকে ঘরের কোণে
ফিসফিসিয়ে বলতে শোনে,
চাকরী আমার এবার পাকা
সংসারেরও ঘুরবে চাকা
কিনলাম এই সোনার চুড়ি
মায়ের আমার দু'হাত ফাঁকা !
শাশুড়ি মা থমকে দাঁড়ায়
এগিয়ে এসে দু'হাত বাড়ায়
মেয়ে আমার বড্ড ভালো
আঁধার নয় সে সত্যি আলো !