জীবন বড় নিস্তরঙ্গ হয়ে উঠেছিল, জানো
লক্ষ্মীর পাঁচালি, ছোপ ধরা পেতলের ঘট
মানিপ্ল্যান্টের ধূলোমাখা পাতা ...
ধোঁয়া ওঠা শ্মশানের ধারে কালো ছায়া বট
কুয়াশা মাখা পাঠশালা পাঠ
উলবোনা কাঁটাগুলো হারিয়েছে বহু আগে
সবার নিজস্বী ছবি সবারই স্বাচ্ছন্দ্যের ঢেউ
খেলাঘরে তিনটি পুতুল নিঃসঙ্গে খেলা করে
কারোর জন্য কি, কখনো ছিল না কেউ !
গতরাতে স্বপ্ন দেখেছিলাম ক্ষণকাল
হাতে সম্মোহন জাদুকর সম্মুখে
তালি দিয়ে বলে দিলেন,
গিলি গিলি গে, নিশ্চিন্তিপুরে যা এই নে
প্রত্যুষকালে দুটি দোয়েল আজকেই প্রথম
ক্রমাগত হৈ চৈ, হঠাৎ ডাকাডাকি
অবিরাম কাঁচের জানালা ঠোকরাতে থাকে
অস্বাভাবিক জাগরণে
বিস্মিত দুই চোখ, আমি কেবলই শিহরিত
দুটি দানা খাবারের লোভ, না জাদুবলে
রচিত কোনো নয়া অধ্যায়, বন্ধু ... বন্ধুত্ব !