শহরের শেষে আকাশটা শেষ হ'য়ে যাবে ৷ সত্যি, গ্রামগুলো সব শহর হ'য়ে যাবে !
আশ্চর্য সুন্দর এক পৃথিবীর ছবি বেশ
রঙীন ফানুশে উড়ছে এখন গোটা দেশ !
একদিকে চওড়া ছাতি ৷ অন্যদিকে চুটকিতে দফন্ হবে মান সন্মান নীতি মূল্যবোধের বেওয়ারিশ লাশ ৷
আছে কোনো বীর সৈনিক ? কে না জানে যেমন ডাঙায় বাঘের ভয় তেমন জলেতেও কুমীরের বাস !
লুটমার, বিভূতি বাবার, জোট ভোট ও নোট
জেগেও ঘুমোবার ভান ক'রে সব দেখে যাবে ৷ তুমি জেড ক্যাটাগরি নও যে পড়ে যাওয়ার আগে জেনে যাবে ঠিক কখন হোঁচট খাবে ৷
তাই গিরগিটির মত রঙ বদলাবে হরবখত্ মিমিক্রি ও অভিযোজন এমন করেই সব শিখে যাবে ৷
দ্রুত থেকে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে দ্রুততর
৷ বাবা মা স্বজনের সাথে শুধু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ৷
জীবনের প্রোমো রিচার্জ করে চলছে দেশ হর রোজ ৷ আর তো কয়েকটা দিন ... গ্রামগুলো সব শহর হয়ে যাবে !