#

মিসেস সেনগুপ্তা,
আপনি বিলক্ষণ নাটোরের নন
এতদ্ সত্ত্বেও চকিত চাহনিতে বিপর্যয় টেনে আনতে জানেন
এই শহরে সহসা লোডশেডিং এবং
উষ্ণ কুরোশিও স্রোত আপনিই বয়ে আনতে পারেন
এতদ্ সত্ত্বেও একমাত্র আপনিই পারেন !

স্বীকার করে নেওয়া ভালো, জন সমক্ষে মুখোমুখি হলে
আমি পালিয়ে যেতে চাই
তাই বলে আমাকে ভীতু ভাববেন না  
আপনার ছুঁড়ে দেওয়া রহস্য সংকেত বুঝি না এমন ভাববেন না !
যে মারাত্মক শরীরী বিভঙ্গে
সাতখানা রঙ একসাথে ছড়িয়ে খেলে থাকেন
তাকে আমি সমীহ করি

কী চান মিসেস সেনগুপ্তা ?
আপনাকে নিয়ে একখানি আস্ত কাব্যগ্রন্থ লিখি !
হয় না, আসে না
কী করব বলুন,
বিদিশা এবং শ্রাবস্তী এখনো অদেখা
তাছাড়া আমার তো মির্জা সাহেবের প্রখরতা নেই  !

এতদ্ সত্ত্বেও,
এতদ্ সত্ত্বেও মিসেস সেনগুপ্তা
আপনার ঠোঁটে ল্যাকমের চড়াই উৎরাই বলে দেয়
আপনার মুগ্ধ সলাজ হাসি বলে দেয়
আপনি কোন কোন গোপন রাতে আমার সমস্ত কবিতা উচ্চারণ করে থাকেন

এ জীবনের মত ব্লক হওয়ার সম্ভাবনা নির্মূল করে দিয়ে
আপনি বন্ধুত্ব পাতান নি
সবার অলক্ষ্যে
প্রোফাইলে দেখে বার বার রোমাঞ্চিত হতে চান, দেখুন
তাতে আমিও শরিক হতে পারি
কার না টাইগার শ্রফ হতে ইচ্ছে হয় !

এতদ্ সত্ত্বেও, মিসেস সেনগুপ্তা,
শীতের কম্বলে যে অশরীরী অবাধ্য সরীসৃপটি ছেড়ে রাখেন
তাকে যদি একান্তই পোষ মানাতে না পারেন
তবে চলুন, যে কোনো শনিবার
আপনাকে ইলোপ করে নিয়ে যেতে পারি

তার আগে আপনাকে কথা দিতে হবে
চিলাপাতার গভীর অরণ্য অন্ধকারে বক্ষলগ্না হয়ে
দুরন্ত দাঁড়াশ দেখে শিহরিত হবেন না, আগে সেই কথা দিন !

তুরতুরির ছোট্ট জনপদে গিয়ে আপনি যা খুশি করতে পারেন মিসেস সেনগুপ্তা
কিন্তু তার আগে একবার বন্ধ অভুক্ত চা বাগানের
ঠিক মাঝখানে এসে দাঁড়াবেন
তারপর চাঁদের আলোয় নিস্তব্ধ আদিবাসী শ্রমিকের হাত ধরে অক্লেশে, ওল্ড মঙ্ক ঢেলে নিতে পারবেন কিনা,
আগে সে কথা বলুন !

সংকোশ নদীর হিমস্রোত উপেক্ষা করে
স্রেফ আপনার জন্যেই না হয়
গোটা রাত সাম্পান বয়ে নিয়ে যাব কুমারগ্রাম
পনেরোই অগাস্টের অনেক আগেই যেখানে তেরঙ্গা উড়েছিল, ঠিক সেই বেদির সম্মুখে
সারা জীবনের, সমস্ত কবিতার আগুন যদি আপনাকে ঘিরে দাউ দাউ করে জ্বলে ওঠে,
এবং এতদ্ সত্ত্বেও যদি আপনি স্থির থাকতে পারেন
মিসেস সেনগুপ্তা,

তবে কথা দিলাম,
তরুণ গুল্ম লতাকে ছুঁয়ে আমি কথা দিলাম
আপনার অধরে অসংখ্যবার আধো আধো চুম্বন ভরে দেব I