তোমার প্রাণের শহর কলকাতা শারদীয়া উৎসবে মাতোয়ারা আজ ৷ সার বেঁধে চলা বাস, চারচাকা, মিনিবাস ৷ অনেকটা দূরে আলোকসজ্জিত উন্নত নবান্নের আভাস ...
তিলোত্তমা আছে, কিন্তু তুমিতো নেই সুনন্দা
প্রতিটি রাস্তার মোড়ে একবার পিছন ফিরে দেখা ... এখন আমার পুরানো অভ্যাস !
এখন মহাষ্টমীর রাত ৷ জনসমুদ্রকে বিদায় জানিয়ে আপ বনগাঁ লোকাল ছেড়ে যাওয়ার সময় ৷ সুসজ্জিতা তিন পসারিণীর ইশারায় তিনটি যুবক ছুট দেয় এক নিভৃত কামরায় ৷
এই শহরের তুমি ছাড়া কেউ নেই সুনন্দা
যুবাদের শাসন করার আছে কার অভিপ্রায় ?
না আছে স্নেহ ভালবাসার আঁচল, না আছে যথেষ্ট অনুশাসন ৷ বড় ভয় পাই জানো !
নীতিহীনতার পথে চলে যাচ্ছে যুবসমাজ,
এই শহরে যেন কোনো 'নির্ভয়া' না হয় ৷
তুমি থেকো সুনন্দা ৷ তুমি অগ্নিকে ছুঁয়ে যেতে পারো ৷ হৃদয়ের অনন্য কিরণে এই সমাজকে সম্পূর্ণ, সম্পৃক্ত ক'রে তোলো
তোমার প্রাণের শহরে এখন দূষিত বাতাস
গঙ্গার অগভীর পলিমাটিতে পিতৃহীন শৈশব
নিঃশব্দ শারদীয়ার আল্পনা এঁকে যায় ৷ ঘুণপোকার চোখেও রকমারি বিদ্যুৎ লেখা আছে ৷ তুমি ফিরে এস সুনন্দা, আগামীর শোভাযাত্রায় আমি নিঃসংশয় হতে চাই ৷