রঙচটা সব ধূসর সিনেমা হল
ভেঙেচুরে স্বপ্নের বহুতল
আজ তুই 'সব পেয়েছি'র দেশে

ভূলে গেছিস স্বপ্নগড়ার দিনে
পালিয়ে দেখা অন্ধকারের সিনে
তুই আমার 'চারুদত্ত' এর বেশে !

আজ তুই স্বপ্ন বেচতে রাজি
অন্ধকারে আমারও 'উৎসব'
রাস্তার ধারে 'বসন্তসেনা' সাজি


** (উৎসব : চারুদত্ত এবং বসন্তসেনার প্রেমের আখ্যানের উপর নির্মিত একটি বহুচর্চিত হিন্দী সিনেমা)