কথায় কথায় ছুটছে যারা
ব্যাঙ্কক, হংকং
ঘুরিয়ে আনিস তাদের এবার
ঝলং, মংপং !
আমরা ওরা ক'রে যারা
বুকের রক্তে লাল
খাইয়ে দেখিস তাদের এবার
মিহি বাসমতি চাল !
জঙ্গল পথে পুঁতছে যারা
প্রকান্ড ল্যান্ড মাইন
দেখিয়ে আনিস তাদের এবার
গুপী গাইন বাঘা বাইন !