# চাঁদের গ্রহণ
এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড সময়
যেখানে যখন রক্তাক্ত চাঁদের দেখা পাওয়া গেল
পৃথিবী এক নির্বোধ শিশুর মত হাততালি দিয়ে উঠল
ওই দেখতে পাওয়া গেছে
শতকের দীর্ঘতম গ্রহণ দেখতে পাওয়া গেছে
দেখে নাও প্রাণ ভরে দেখে নাও এইবেলা
বুদ্ধিজীবি কিছু, জানালা দিয়ে হাত বাড়িয়ে
মেঘগুলোকে সরাতে লাগলেন
সেরা কলমচী, জ্যোতির্বিদ, জ্যোতিষী এবং ইতিহাসবিদ
শতকের রক্তাক্ত চাঁদ খুঁজে দেখলেন
যে যার নিজের নিজের মত করে
কেউ মনে করলেন না
চৌদ্দ বছরের পূর্ণিমার কথা
কেউ একটিবারের জন্যেও ভাবলেন না
তাকে বাঁচাতে অসহায় মরিয়া এক মায়ের কথা
যিনি পশুদের কাছে কাতর ভিক্ষা চেয়েছিলেন,
-- আব্দুল... আব্দুল... দয়া কর
বাবা আলি... দুটি পায়ে পড়ি, দয়া কর
আমরা কাফের, তাও না হয় মেনে নিলাম
তোমরা একে একে এসো বাবা
মেয়েটা আমার বড়োই ছোট
একসাথে এতজন হলে ও যে এক্ষুনি মরে যাবে ভাই !
না, কেউ তাতেও কর্ণপাত করেনি সেদিন
সতেরোটি পশুর একজনও নয়
বরং সারা রাত ধরে রক্তাক্ত করেছে সিরাজগঞ্জ
সারাটা নির্মম রাত ধরে এবং এভাবেই
শতকে দীর্ঘতম হয়েছে পূর্ণিমা চাঁদের গ্রহণ
কেউ একটিবারও বললেন না
এই এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড সময় আসলে কিছুই নয়
নির্বাক এক পৃথিবীতে এসময়ে কেবলই হাততালি ...