তোমাকে দেখেছিলাম এক ক্রমাগত
গলে যেতে থাকা মোমের মত
তোমাকে ওরা বলেছিল, তুমি খারাপ
কারণ তোমার মনপ্রাণ শয্যাসঙ্গ সব পেয়েছিল
একমাত্র তোমার কাঙ্খিত পুরুষ
ওরা বলেছিল, তুমি দুশ্চরিত্রা
আসলে ওরা তোমার নীল শিরা
উপশিরার প্রবল স্পর্শ চেয়েছিল ৷
তোমাকে দেখেছিলাম ক্রমাগত বয়ে যাওয়া
একা এক তুঙ্গভদ্রার মত
তোমাকে ওরা বলেছিল, দেশান্তরিত হও
কারণ তুমি একটিমাত্র পুরুষকে অনর্গল শুনিয়েছিলে
বায়রন, শেলি, কিটস্ এবং ওয়ার্ডস্ওর্থ্
আসলে ওরা তোমার পাশ্চাত্য
প্রেমের গৌরব অনুভব করতে চেয়েছিল
তোমাকে দেখেছিলাম অকাল বৃষ্টিতে
উদ্ভ্রান্ত অবাধ্য এক কবিতার মত
হ্যাঁ অত্যন্ত খারাপ একটি কাজ তুমি করেছ
প্রতারক পুরুষটিকে ক্রমাগত বিশ্বাস করে চলেছিলে
যারা তোমায় মন্দ বলেছিল, তারা জানে না
ভালোবাসা বিশ্বাসের এক নাম
জানে না, যে আদিগন্ত তুমি শুধু ভাল মেয়ে ছিলে