আকাশ ভেঙ্গে বৃষ্টিরা এসে নামে
মেঘের ভাষায় তাদের কথা শুনি
লক্ষ লক্ষ স্বজন বাস্তুহারা
তাদের জীবন কল্পনাতে বুনি
একাত্তর' এর জনস্রোতের ঢেউ
ঘরে ফেরেনি ক্ষুধার্ত ছিল যারা
'গণিমতের মাল' ভেবেছে কেউ
গণধর্ষিতা হয়েছেন মহিলারা
অতি পুরাতন শর্ত যুদ্ধে, তাই
যুদ্ধকালীন হারিয়ে গিয়েছে তারা
'নাগরিক'ত্বে ভ্রান্তনীতির ভয়
'শরণার্থী' - এই একটাই পরিচয় !
নিস্তব্ধ সেই জীবনে জোয়ার ভাঁটা
নিস্তরঙ্গ, জেগে থাকে তার-কাঁটা
এক সাথে তুমি লাশ দেখেছ কত ?
বাস্তু হারায় ... রক্ত জলের দামে
কাঁটা তারের উচ্চতা বাড়ে যত
মেঘেরা দু'পারে ঝাপসা হয়ে নামে