সুনন্দা, তুমি বুকের কাপড় সরিয়ে দেখাবে ! কোনটা অশ্লীলতা ?
সুনন্দা একটা একটা করে সমস্তটা মেলে ধরে বলল,
তুমি আমায় ভালবেসে ছুঁয়ে দেখ !
আমি আলতো করে বুকে স্পর্শ করলাম
মুহূর্তের অবকাশ মাত্র, বৈশাখের একটি ভোর মেঘশিরিষের ফুলে পরিপূর্ণ হয়ে উঠল
স্নিগ্ধ সুবাসে আমি ক্রমে ছায়াময় হতে লাগলাম
সুনন্দা, তবে যে পুরুষ আজ প্রকাশ্য নারী সংস্পর্শে অপরাধী !
সুনন্দা বলল, ব্যর্থ অভিভাবকেরাই শিশুদের অপরাধী বলে
তারা ভালবেসে ছুঁতে শেখেনি, তাদের শেখাও
যারা শিখেও স্মরণে রাখে না, তাদের একটি করে মেঘশিরীষের ফুল উপহার দাও !
কিন্তু সুনন্দা, এমন পুরুষ এবং নারী উভয়েই অশ্লীলতার দায়ে নিগ্রহিত !
সুনন্দা বলল, যারা সৎ বরং তারা ভীরু
যারা অসৎ তারা এখন অকুতোভয়
ওরা একা পেয়ে প্রথমে পুরুষটিকে দলবদ্ধভাবে আক্রমণ করবে তারপর মেয়েটিকে
তথাপি মেয়েটি সঙ্গী পুরুষটিকে দৃঢ়ভাবে আলিঙ্গনবদ্ধ করবে, তারপর অজস্র চুম্বনে প্রতিহত করবে সব রকমের অশ্লীলতা
এরপর শহর জুড়ে তীব্র যৌবন প্রবাহিত হবে
আমি সুনন্দাকে দৃঢ় আলিঙ্গনবদ্ধ করলাম
মেঘশিরীষের পাতা বেয়ে বিন্দু বিন্দু জল ঝরে পড়তে লাগল বৈশাখের পৃথিবীতে
সুনন্দা বলল, মেয়েদের বুকে অসংখ্য স্বর্গীয় প্রজাপতিরা জন্মায়, অসংখ্য সুগন্ধী ফুল
তারা এবার নির্ভয়ে জন্মাতে পারে ...