একটু দাঁড়িয়ে যাও
এখনও নিশ্চিহ্ন নয়
আবছায়া ঝাউবন
একটু হাত বাড়াও
এখনও উন্মুক্ত আছে
আমার এই যৌবন
একটু চেয়ে দেখ
এখনও সন্ধ্যে নামে
নীল আকাশের গায়ে
একটু ভিজে যাও
এখনও শিশির থাকে
ঘাসফুলেদের পায়ে
একটু থমকে যাও
এখনও বৃষ্টিরা আসে
এখনও আছে ঢেউ
একটু ছুঁয়ে যাও
কখনও উল্কার কথা
মনে রাখেনি কেউ