এই অবাধ্য প্রেমই আমি চেয়েছিলাম
এই অভুক্ত প্রেমই আমি চেয়েছিলাম
সহস্র অতিমারী কিংবা মহামারীতেও
তুমি আমাকে ফেলে যাওনি
অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অগ্ন্যুৎপাত
এমনকী প্রবল ভূকম্পনেও
তুমি চির অবিচল ছিলে
তুমি কাউকে কখনো বলোনি
চোপরাও বেয়াদপ ! কথা শোন !
অথচ, পরাজিত পরাক্রমী ভূস্বামীর মতো
নত মস্তকে
যাবতীয় পার্থিব শক্তি
এবং অপার্থিব
তোমাকে স্বীকার করে নিয়েছে
তুমি কাউকে কবি হওয়ার জন্যে
প্ররোচিত করোনি
অথচ, পৃথিবীর সব দেশে, সমস্ত ভাষায়
শুধু তোমাকে নিয়েই
কবিতা আছে কয়েক লক্ষ
শত বিদ্রুপ কিংবা লাঞ্ছনাতেও
তুমি আমাকে ফেলে যাও নি
আমার মনের থেকে সমস্ত গ্লানি
অসত্য দোষারোপ
তুমিই সযত্নে মুছিয়ে দিয়েছো
তোমার ছিন্ন আঁচলখানি হয়েছে মলিনতর
অথচ, তুমি কখনো বলোনি
তোমারও যে কিছু চাইবার ছিল
অথচ, এক অন্ধকার দরিদ্র কুটিরে
অভাবময় ছিন্ন বিচ্ছিন্ন আলোকবিন্দুর মাঝে
তোমার ভীরু, সজল চোখ দুখানিতে
আমি পৃথিবীর সমস্ত অভাব দেখেছিলাম
এই অবোধ্য প্রেমই আমি চেয়েছিলাম
এই আশ্চর্য প্রেমই আমি চেয়েছিলাম
যতবার এক একটি মৃত্যু হয়
এই শহরে, গ্রামে কিংবা অন্য কোথাও
তুমি তার প্রত্যেকটিতে নিজেকে অপরাধী ভেবেছো
অথচ যাদের উচিৎ ছিল
তারা কেউ ভাবেনি,
অনাহারে, অনিদ্রায়, শঙ্কায়, কখন কে মারা যায় !
প্রতিটি মৃত্যুর পিছনে আসলে কে দায়ী ?
তবু,
তোমার স্পর্শেই অসংখ্যবার বেঁচে উঠতে ইচ্ছে হয়
এই পোড়া ভারতবর্ষের বুকে,
শুধু তোমার জন্যেই আমি বারংবার জন্মাতে চাই
কখনোই কোনো সংগ্রামে, কোনো ব্যর্থতায়
তুমি আমাকে ফেলে যাওনি
প্রতিটি মানুষের জন্যে
তোমার কাছে
এই অবাধ্য প্রেমই আমি চেয়েছিলাম
এই অভুক্ত প্রেমই আমি চেয়েছিলাম I