আমার আগুন বড় ভাল লাগে ৷ পুড়তে চাই পোড়াতেও ৷ কে না জানে ভালবাসায় থেকে যায় কিছু পোড়া ক্ষত কিছু জেগে থাকা রাত ! কারো যত্নে থাকে কারো হারিয়ে যাওয়া পুরনো কোনো বাঁশি ৷
তোমার দু'চোখ জুড়ে এখনও পুরো অবশিষ্ট যৌবন ৷ জ্যোৎস্নার খোলা পিঠে এখনও হয়ে যাই অবিন্যস্ত এখনও বিহ্বল ৷ ভালবাসো আর না বাসো ৷ মেঘনার বুকে তাই থইথই আগুন খুঁজে আসি ৷
চাই না পুড়ে যাক তোমার ঘর বাড়ি সংসার পুরনো পথ ঘাট ৷ তুমি সংশয়েও স্থির হয়ে থেকো ৷ সঞ্চিত রেখো কিছু অভিনয় ৷ কে জানে কখন শুরু হয় সেই দ্রোহকাল ! আমি আজও বড় আগুন ভালবাসি ৷