শিয়রে প্রজাপতি দেখে
বুঝলাম, আজ দুপুরেও
মিতার চিলেকোঠা হবে
অবিন্যস্ত অগোছালো
আচমকা সঞ্চারিত হবে
অবারিত মেঘবালিকা
আর তারপর শুধু বৃষ্টি
আর বৃষ্টি ...
বজ্র বিদ্যুৎ সমাহারে
স্বপ্নকাঁচের টুকরো
দিয়ে গাঁথা ছবি আমি
প্রজাপতিকে দিলাম
মিতা আজ দুপুরে
একান্তে বেছে নিও
তুমি,গর্জনশীল চল্লিশা
আগাম সোহাগের
খুশীতে, আমি রঙিন
পাথরকুচি হয়ে গেলাম ...