জেরুজালেম থেকে আসা মানুষগুলো
এই দিকেই আসছে,কিছু বলতে চাইছে?
অনেক দিনের ধুলো আর জোনাকি র আলো,
ওদের চারিদিকে বলয় তৈরী করেছে।
ওদের ঐ ঝোলা তে কি নানা রঙএর পাথর আছে?
নাকি সেই হারিয়ে যাওয়ার রাস্তা টা খুঁজে পেয়েছে?
ওদের হাত টা আছে বুকের কাছাকাছি খুব কাছে।
ওদের দেখে গোটা শহর ঘর বণ্দ্ধ করে রয়েছে।
যত কাছাকাছি আসছে নগ্ন হচ্ছে পোড়ো মানুষগুলো।
ঘুলঘুলি,চিলেকোঠা,হলুদ ফাইল থেকে মুক্ত হচ্ছে পোকা।
সাদা,কালো,জ্ঞানী সবাই গুঁড়িয়ে হচ্ছে ধুলো।
নোয়ার নৌকোয় ভেসে যাচ্ছে কিছু ভালো,নিরীহ,বোকা।