জানলা খুলে দিলে হই-হই করে ঘরে হাজির মেঘেরা,
দূর থেকে চারচের ঘন্টা আর ঝরণা র শব্দ।
চাঁদের আলো-য় চিক-মিক বালি আর পরীরা,
তারা সব কথা বলে বাকি সব স্তব্ধ।
গালিবে র গ্লানি হোক বা গলি নেরুদার,
কফি-র ধোঁয়া রা নিয়ে যায় সব ঠিকানায়।
রবি-র কবিতা হোক বা কেস ফেলু-দার,
সব কিছু পাওয়া যায় মনের ঐ খাতাটায়।