একটা সোনায় মোড়ানো ছোট্ট দিন চেয়েছিলাম।
কাঁচা-মিঠে একটা অলস দুপুর বনফুলের মৌতাতে
আঁতাত গোপন কোণে ছড়িয়ে রাখত মাড়োয়া রাগ।


একটা কলমকারি সাজে সজ্জিত ধুপধুনোয় ধূমায়িত
এক বিকেল চেয়েছিলাম,চেনা মানুষ দের গল্পে বিভোর,
চায়ের ছাঁকনি তে আটকে থাকত সেই সময়।

আরও সময় বাড়লে আরব্য রজনী আর সিন্দাবাদ।
এক ঢাল তারার নীচে তুই আর আমি চেয়েছিলাম,
পরদা জড়ানো রাত-ভোর চেয়েছিলাম।