(১)
নীলচে কুয়াশার মুখে আজ এলাচের গণ্দ্ধ।
রুপোলি রাংতায় মোড়া মেঘ্গুলো,
ছোঁয়াছুয়ি খেলতে খেলতে পালিয়ে বেড়ায়,
এই পাহাড় থেকে ঐ পাহাড়।

                                (২)
পাড়ার কুকুর টমি আজ তিন ছানার জন্ম দিয়ে
খুব সুখী,জুলজুলে চোখে ঘুমন্ত দের দিকে তাকিয়ে ।
দূরে গলির মুখে ধোঁয়ার সমুদ্র।
জুঁই ফুলের গন্ডোলায় ভেসে চলে বন্দ্ধুরা।

                                (৩)
ল্যাপটপের নীল আলোয় পুড়তে থাকে আমার পোষা সিগাল।
নীচে পড়ে থাকে আদুরে চিজ্ কেক,নীল মাছিটা তাড়া করে
পচা গলা মন-কে,ময়দান জুড়ে তারাদের শব।