ছোট মাঠ টার বকুল গাছে
তোর আর আমার স্ব্প্ন বাঁচে।
কাঁচা মিঠে আম চালতা মাখা বিট নুনে
ভুল হোত রোজ ক্যালকুলাসএর কোচিং-এ।
বারিস্তা আর বেদুইন এ বিকেল হোত মশগুল
নবরত্ন তেল বলতো থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল।
সিঁড়ি র নীচে তুই আমি মিলে গন্ধক
'আবার হবে তো দেখা' নিয়ে রাতের দরজা ব্ন্ধ।
চোখের থেকে জল নামেনা বুকের ভেতর চিনচিন
পাড়ার মোড়ে গল্প করে আস্টেরিক্স ও টিনটিন।