রক্ত দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।

লাশ দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।

মৃত্যু দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।

যুদ্ধ দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।
তুমি মুক্তিযোদ্ধা
তুমি যুদ্ধ ফেরত বিজয়ী বীর,
ভয় পাওয়া তোমাকে মানায় না।।

         ২
সন্ত্রাস দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।

অস্ত্র দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।

অগ্নিকুণ্ড দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।

শত্রু দেখেছো?
ভয় পেয়েছো?
ভয় পেয়ো না
ভয় পাওয়া তোমাকে মানায় না।
তুমি মুক্তিযোদ্ধার সন্তান
তোমাকেই করতে হবে প্রতিরোধ,
ভয় পাওয়া তোমাকে মানায় না।।

রচনাকালঃ ০২ এপ্রিল, ২০০০খ্রিঃ।