তুমি যদি তৃষ্ণা নিয়ে
একবার আমার দিকে দেখতে
তাহলে হয়তো বুঝতে-
ভালবাসা কি বা কাকে বলে।
তুমি যদি বসন্ত সুরে
একবার আমাকে ডাকতে-
তাহলে হয়তো বুঝতে
কেন মানুষ বাঁচতে স্বপ্ন দেখে।
তুমি যদি কোন অজুহাত ছাড়া
একবার কাছে আসতে-
তাহলে হয়তো বুঝতে-
কেউ কাউকে কতটা ভালবাসতে পারে।
তুমি যদি আকাশের নীল হয়ে
একবার আমাকে ছুঁয়ে আসতে-
তাহলে হয়তো বুঝতে-
কত কষ্টে একটা মানুষ বাঁচতে পারে।
তুমি যদি শ্রাবণ ধারার মতো
একবার ভেবে দেখতে-
তাহলে হয়তো বুঝতে-
কত আপন হলে কেউ এমন ভালবাসতে পারে।


---১৭ জুলাই, ২০০১ খ্রিঃ।