রাস্তায় রাস্তায় ঘুরি আমি
রাস্তার খুঁজে নয়,
রাস্তায় রাস্তায় থাকি আমি
রাস্তায়ই জন্ম হয়।
কাকডাকা ভোর বেলায়
বস্তা হাতে রাস্তায়,
রাস্তায় রাস্তায় কেটে যায়
সময়টা বেশ সস্তায়।
দুপুর বেলায় পেটের ক্ষুধায়
রাস্তার পাশে বসে,
একটা টাকা ভিক্ষা চাই
বস্তা পাশে রেখে।
দুপুর গড়িয়ে গেলে পরে
বিকেলটা থাকে হাতে,
রমনা পার্কে ছুটে যাই
বিলাসীদের কাছে।
বিলাসী তারা যতই হোক
মোদের বেলা নয়,
ভিক্ষে চাইলে গাল-মন্দ করে
বিরক্ত তারা হয়।
রচনাকালঃ- ২৭/১২/১৯৯৯খ্রিঃ।