আমি শর্ষে ফুলে ভ্রমর চলার অলিগলি পথ দেখি,
পবনের হিল্লোলে সেথায় শর্ষে ফুলের মাখামাখি।
আমি মেঠো পথ ধরে ধেয়ে চলা রাখালির বাঁশি শুনি,
তার উদাস নয়নের চাহনিতে বাংলার স্বাধীনতাকে বুনি।
আমি সবুজ শস্যের ভাজে দেখি আমার সোনার বাংলা,
স্বাধীনতা আমার খালবিলে ফোটা একটি শুভ্র শাপলা।
আমি কিশোর চাষার বুকের পাঁজরে স্বাধীনতাকে আঁকি,
তার হাতে আমার অন্নজলের নকশাকৃত ছবি দেখি।
আলসে দুপুরে শালিক ডাকে, তার রঙে রাঙানো,
আমার স্বাধীনতা উঠানি কর্মীবধূর আঁচলে মোড়ানো।
আমি ঘাসের 'পরে শিশিরের বুকে সোনা রোদ ঘেঁষি,
সিক্ত চরণে উন্নত মস্তকে নিরন্তর স্বাধীনতাকে পুষি।
আমি মুগ্ধ হয়ে শ্রবণ করি ঢেউখেলানো নদীর কলতান,
চলি পথ নিয়ে শপথ করি যেনো স্বাধীনতা বিনির্মাণ।