ফুল ফোটানো মুখটি তার দুধে আলতা রঙ,
গাঁয়ের লোকে ভীমরি খায় দেখে যে তার সঙ।
গুল খিলানো হাসি তার মুক্তো সাদা দাঁত,
জ্যো'স্না তারে ঈর্ষা করে ঝলকে উঠে রাত।
কোঁকড়া কোঁকড়া চুল যে তার অচলের ঝর্ণা,
মরুভূমির মাঝ যেনো মোহনের বন্যা।
পটলচেরা নাকটি তার গায় বাঁশির মতন,
সাধ হলেই নথটি নাড়ে জুত দিয়ে রতন।

চিরল পাতলা ঠোট জোড়া কমলা রসের কোয়া,
শর্ষে ফুলের শীষ যেনো গোলাপ জলেতে ধোয়া।
ডাগর ডাগর চোখগুলো পাতাল গহীন চাহনি,
পড়লে পাতি মনে হয় পক্ষী পাখাতে ছাউনি।
সরল সহজ সেই মেয়ে চলন যে আঁকা বাঁকা,
আপন মনের বোল শুনে অন্তর যে সোনায় ছাঁকা।

_______________
পূর্বের স্তবক ৭+৫
অন্তের স্তবক ৭+৭