সগর্ব ধৃষ্টে দিনমান করিয়া পার
রবি যায় আড়ালে,
প্রাদুর্ভূত রজনী ফুটিয়া তখন
মুখ উঁচে রয় নিরলে।
প্রভাতের কোষে মাথা রাখিয়া রবি
ঘুমায় অবনী 'পরে,
কাঁদিয়া মরে তাই নিঃস্ব রজনী
ঋদ্ধি ক্রূর রবি'র তরে।
প্রভাত প্রকাশে রবি'র সকাশে
আঁধার নামায় রজনী,
সেই হেতু কভু হতে পারেনি সে
অংশুমালী রবি'র সজনী।