ঐহিক মৃত্তিকা মোরা
তাহার মধ্যে পুরঁজন,
সৃষ্টিবিস্ময় না জানিয়া
হয়ে যাই দুর্জন।
আমি মুসলিম তুমি হিন্দু
কেউ বৌদ্দ বা খ্রিষ্টান,
ছোপ থাকে না কোথাও
উদ্গমে মোদের সন্তান।
আমি হয় মসজিদে গমী
তুমি গীর্জা বা দেবালয়ে,
আর্জিমর্মের একই প্রবাহ
এই অভিন্ন বিশ্বলয়ে।
তোমার ধর্ম আমার ধর্ম
শাপান্ত করা নিবারণ,
করছি মোরা তবুও
এ কেমন লৌকিক বিভাজন!
পরখি আধিভৌমিক লহু
বর্ণ তাহার ভেদহীন,
নিরর্থেই হয়ে যাই মোরা
ভেদাভেদে সব লীন।
আমি শ্বেত তুমি অসিত
বিসদৃশ বাহ্যিক চেহারা,
অঙ্গসৃজন সবারই সমান
কেউ নয়তো অধিকাকারা।
শতেক ধর্মে কতক রীতি
কিছু নয় প্রাকৃতিক,
সদাশয় পরম ধর্ম
অন্তঃকরণ-ই অলৌকিক।