যে আগুন আমার চোখেতে
তা তোমার চোখেতেও জ্বালাও,
তোমার মৃত্যুতে কাঁদি আমি
আমার সময় কেন পালাও?

আমার সময় পালাও তুমি
তোমার সময় পালাবে সে,
আজকে আমার দিনটা খারাপ
কালকে তোমারও হবে যে।

আজ তুমি অকর্ণ সাজো
স্বার্থান্ধ হয়েছো নিজের,
সব অন্যায়ের পাশ কেটে যাও
মাথা যে খেয়েছো লাজের।

আগুন চলে আগে আগে
তার পিছনে চলে হাওয়া,
এমন রীতি তোমার আমার
নিত্য করে আসা যাওয়া।
___________
স্বরবৃত্তঃ ৮/৮