পোড়াতে তুমি চাও আমায়
তাই পুড়ছি জ্বলে জ্বলে,
জেনে খুবই কষ্ট পাবো
দুঃখ পাও যদি তলে তলে।
দুঃখ তুমি পেতেই পারো
জ্বলে জ্বলে পুড়ছি বলে,
নিষ্ঠুর তুমি বলবে আমায়
তাও কি বলো মানা চলে?
শাসন করি বারণ করি
অধিকার দাওনি যদিও,
তাই বলে কি নিষ্ঠুর আমি
তুমি কি নও একটুও?
তোমার জন্য পাতি খেলাঘর
খেলে তুমি খুশি হবে বলে,
এতেও কি নিষ্ঠুর আমি
পোড়াচ্ছ কি তাই ছলেকলে?
নিশ্বাসের চেয়েও বিশ্বাস করি
বলেছো বাসো ভালো যথাততো,
বিশ্বাসে তাই নিশ্বাসেও তুমি
পোড়াবে বলো আর কত শত?
দাও না সাড়া, তাই দেই না শব্দ
তাতেও আছে আমারই অপরাধ,
আমি বুঝি না দোষটা কি আমার
নাকি শুধুশুধুই দিচ্ছো অপবাদ?