একদা ছিল সরল ব্রাহ্মণ
তাহার একটি ছিল গাধা,
পত্নী সমেত ভ্রমণে যাইবে
মনেমনে ভাবিত সে সদা।
একদিন প্রাতে পত্নীকে লইয়া
চলিল গাধার পিঠে চড়িয়া,
পথিমধ্যে তাহাদের লোকে দেখিল
মুখর হইল সমালোচনা করিয়া।
"বেচারা এইটুকুন মাত্র গাধা
ব্রাহ্মণে চড়িল লইয়া পত্নী,
কেমন করিয়া পারিল ব্রাহ্মণ
সত্যি বেটা নিষ্ঠুর অতি।"
লোকের কথা শুনিয়া ব্রাহ্মণ
নিজেকে ভর্ৎসনা করিল খুব
গাধার পিঠ হইতে নামিল
ভাবিলে, ঠিকই তো বলিল লোক।
শুধু পত্নীকে চড়াইয়া গাধায়
যাইতে লাগিল কিছু দূর,
লোকে দেখিয়া উপহাস করিল
বলিলে, "ব্রাহ্মণ তো আচ্ছা বোকাতুর।
বউকে গাধার পিঠে চড়াইয়া
নিজে চলিল পায়ে হাঁটিয়া,
মাথায় বুদ্ধিগুণ কিছুই নাই
একদম বোকা ব্রাহ্মণ বেচারা।"
লোকের কথা শুনিয়া ব্রাহ্মণ
নিজেকে ভর্ৎসনা করিল খুব,
পত্নীকে নামাইয়া নিজে চড়িল
ভাবিলে, ঠিকই তো বলিল লোক।
শুধু নিজেকে চড়াইয়া গাধায়
যাইতে লাগিল কিছু দূর,
লোকে দেখিয়া আফসোস করিল
বলিলে, "ব্রাহ্মণ তো আচ্ছা নিষ্ঠুর।
নিজে গাধার পিঠে চড়িয়া
বউকে নেয় পায়ে হাঁটাইয়া,
এ কর্ম তো যথোচিত নয়
ব্রাহ্মণের অতি নিষ্ঠুর হিয়া।"
লোকের কথা শুনিয়া ব্রাহ্মণ
নিজেকে ভর্ৎসনা করিল খুব,
দু'জনেই এবার নামিয়া চলিল
ভাবিলে, ঠিকই তো বলিল লোক।
গাধাকে লইয়া পদব্রজে দু'জন
যাইতে লাগিল কিছু দূর,
লোকে দেখিয়া উপহাস করিল
বলিলে, "ব্রাহ্মণ তো আচ্ছা বোকাতুর।
গাধা থাকিতেও গাধাকে লইয়া
নিজেরা চলিল পায়ে হাঁটিয়া,
মাথায় বুদ্ধিগুণ কিছুই নাই
একদম বোকা ব্রাহ্মণ বেচারা।"
লোকের কথা শুনিয়া ব্রাহ্মণ
নিজেকে ভর্ৎসনা করিল খুব,
রাগে বিমোহে বাড়ি ফিরিল
ভাবিলে, ঠিকই তো বলিল লোক।
বাড়ি ফিরিয়া ব্রাহ্মণী চটিয়া
সহজ সরল ব্রাহ্মণেরে সুধাইলে,
"তোমায় ছাড়িয়া কবেই যাইতাম
ভাবি, লোকে যদি কিছু বলে।"
♦আমাদের সমাজের কিছু লোকের কাজই হল সমালোচনা করা।
আপনি ভাল/মন্দ যা-ই করেন তারা আপনার সমালোচনা করবেই।♦