-রাত হলে আঁধার নেমে আসে
সমস্ত জগত জুড়ি,
আঁধারকে তাড়াতে তাই আমি
আঁধারেই ঢিল ছুড়ি।
-ভয় পান না আপনি?
-শুনেছি হৃদয়হীনের নাকি
কোনো ভয় নাই,
তাই এক হৃদয়হীন হয়ে
নির্ভীক হতে চাই।
-দাদা, আজতো চন্দনি।
-চন্দনি কালে চাঁদ হাসে
আমাবস্যায় আঁধার,
খুলবে কে আমি ছাড়া
এসব চরিত ধাঁধার?
-চমৎকার!
-চমৎকার এর চমৎকারিত্বে
আমরা সবাই চমৎকৃত,
বাহবা সাবাস বুলিয়ে পিঠ
তাই সবাই নিষ্কৃত।
-সাথে কে থাকে আপনার?
-আঁধার পুড়ে জ্যোৎস্নার আলোয়
আলোকিত করে অঙ্গ,
আঁধারকে আমি তাড়িয়ে বেড়াই
সিতকে করি সঙ্গ।