পৃথিবীটা বিশাল বলেই নেইকো কোনো ভয়,
তোমরা যতই আঘাত কর নেইতো কোনো ক্ষয়।
সবাই আমায় ঘৃণা কর ভালোবাস বলে,
তাই, কিছু আমি নেই না মনে তোমাদেরও তরে।
ভালোবাসার এই পৃথিবীটা খুবই সুন্দর দেখতে,
দেখবে যদি- হবে তোমায় মনের দুয়ার মেলতে।
তোমরা সবাই আমাকে বড় করেই দেখো,
নইলে কী আর হিংসেতে পুড়ে সবাই মরো।
হিংসে যখন হয় তোমাদের- করো তখন ঘৃণা,
সব কিছুই মেনে নেই আঘাত তবু দেই না।
বুঝি, সবই বুঝি, বড় তোমরাও হতে চাও,
কিন্তু কীভাবে হবে যদি আমার প্রাপ্য আমাকে না দাও?
রচনাকালঃ ১৭ জুলাই, ২০০১খ্রিঃ।