বিনাদোষে কারাবাসে
        দীর্ঘজীবন যে তার পার,
মুক্তির কাছে- মৃত্যুর কাছে
        কিছু যে নাই প্রত্যাশা তার।

ধূসর আয়নায় বিম্বের মতো
        গল্পটা তার ছায়াময়ী,
ছলাকলায়- কপটতায়
        নাই বা হলো সে বিজয়ী।

মিথ্যার স্রোতে কূটিল চক্রে
        হয়েছে সে পরাজিত,
দীনের তরে দৈন্যের কাছে
        মাথা উঁচে ছিল নিয়ত।

মুক্তিতে তার নাই নিষ্পত্তি
        জানে সে তা ভালো করে,
সহ্য করে সব যন্ত্রণা
        তাই নিয়ত ধৈর্য ধরে।

এমন জীবন হবে যাপন
        জানেনি সে তেমন কভু,
বাকি জীবন করবে যে পার
        দাও অনুবল তারে প্রভু।
___________________

স্বরবৃত্তঃ
৪+৪+৪+৪