আমাদের ঘর ছিল পাঠকের পাঠে,
সেই ঘর ভেঙে দিল কোনো এক নাটে।
একসাথে রোজ রাতে কতো কী কথা,
সেই সব সাথে নিস গাঁথা দিয়ে সুতা।
বাঁধ দিয়ে সাধ দিয়ে বাঁধিনি তো তোরে,
ছলা পড়ে কলা পড়ে, যাস দেখে নূরে।
রতি আছে জ্যোতি আছে, সেথা যা' যেথা,
লোভে নেই ক্ষোভে নেই আমি ঝরাপাতা।
_____________ঝরাপাতা