তোমার হৃদয় রাজ্যের নাগরিক করেছ
কৃতজ্ঞতা জানাই ব্যাঞ্জনাহীন কণ্ঠে,
শুল্ক এর বিনিময়ে তুমি হৃদয় নিয়েছ
যদি অপারগ হয়েছি তবুও নিয়েছ লুটে।
স্বার্থ বিসর্জন দিতে বল তুমি বারবার
রাজ্য বা তার মালিক চাহিবা মাত্র,
তুমি শাসন কর শোষণও কর
নির্বিকার আমি এক নাগরিক যন্ত্র।
স্বপ্ন বিলিয়ে নাগরিক সেবা দাও তুমি
স্বপ্নই আমার মৌলিক চাহিদা,
আইনও তুমি বিচারকও তুমি
তাই তোমার বক্তৃতায় তৃপ্ত হই সর্বদা।
তোমার রাজ্যে তুমি কারফিউ জারি কর
রাজ্যসেবা-শৃঙ্খলা আর নিয়মের বাহানায়,
নাগরিক আমার থাকুক যতই চাহিদা
তখনই কেবল তুমি একমাত্র অসহায়।
তুমি যত্রতত্র হৃদয় ছুড়ে ফেলে দাও
আমি স্বপ্নগুলো অনুভব করে ছিড়ে ফেলি,
এ কী স্বৈরনিয়মে রাজ্য চালাও তুমি
একটু গণতান্ত্রীক কবে হবে বল দেখি?