সুখ সে তো মরীচিকা,
যাবে না ধরা এত সহজে।
তবু একটু সুখ পেলেই
মানুষ সুখী ভাবে নিজেকে;
ভাবে-
সুখ বুঝি হঠাৎ বৃষ্টি হয়ে এল।
অহংকার করে, মাথা উঁচু রাখে,
হিসাব করে না কোন কিছু।
এটাকেই বলে দারিদ্র।
কিন্তু ভাবে না-
পড়তে হয় যদি পরক্ষণেই লালসালু।
আর,
দুঃখ সে তো অনামিকা,
বেশি দিন থাকে না কাছে,
তবু একটু দুঃখ পেলেই
মানুষ দুখি ভাবে নিজেকে;
ভাবে-
দুঃখ বুঝি হঠাৎ বৃষ্টি হয়ে এল।
ভেঙে পরে, চুপসে যায়,
ভাসে নয়ন জলে আর করুনায়।
এটাকেই বলে পরাজয়।
কিন্তু ভাবে না-
বৃষ্টির আড়ালেও সুর্য থাকে অপেক্ষায়।
এমনই স্রষ্টার সব সৃষ্টি,
আসবে যখন জানাবে না কোন কিছু,
আসে যেন হঠাৎ বৃষ্টি।
রচনাকালঃ ২২ আগস্ট, ১৯৯৯খ্রিঃ।