কাল গমনপথটি ধরে
এসেছিলে গৃহবিচ্ছেদ করে
গহিন গহ্বর হৃদপিন্ডে,
ঝলসিয়ে গেলে সে হৃদ
অঙ্গার কুটিকুটি খ-ে খ-ে।
আমি শৈল আমি নিরংশু
আমি না হয় ছিলাম অকৃতকার্য,
তুমিতো অনুগ্র তুমিতো সুধাংশু
তবে কেন হওনি কৃতকার্য?
কালের পর কাল করছে গমন
সে পথটি ধরে ধীরে,
হলদে পাখি এখনতো আর
ফিরো না তুমি সেই নীড়ে।
নীল প্রস্তরময় প্রাচীরসীমা
লঙ্ঘণ করে হয়েছো পরাক্রম,
আমি কি তবে মূর্ছাপ্রবণ ছিলাম
অটুট রেখেছি বলে সম্ভ্রম?
নিত্য তুমি উধাও হও
কল্পনারস উস্কানি দিয়ে দিয়ে,
বেখবর হয়ে অমত্ত থাকো
ডাকি আমি বারবার ফিরে ফিরে।
কত সহ¯্র রঙ দিয়েছো তুমি
রঙ্গিন সাজাতে আমার স্বপ্ন,
ফিরবে না আর অবহার নীড়ে
জানি তবুও হই না যে তপ্ত।
কালের যাত্রায় কাতরে এসে
নয়া জন্ম দিয়ে গেলে আমায়,
আজতো আমি সফলজন্মা
কি দিয়ে যে ঋণ শোধবো তোমায়?
তোমার জন্য আহবান আর আহবান
ফিরে এসো কালের পথটি ধরে ধীরে,
মহিমায় প্রজ্বলিত নয়া সফলজন্মা
তোমার সেই হলদে পাখির নীড়ে।