হলদে পাখি!
ধরে রাখার মতো কিছু
নেই যে আমার কাছে,
তাই ধরে রাখবো কেন
শুধু সব মিছে মিছে?
হলদে পাখি!
স্বপ্ন যতো এঁকেছি
সাদা মনের ক্যানভাসে,
সব ধুয়ে মুছে দেবো
স্বচ্ছ চোখের জলে।
হলদে পাখি!
স্মৃতিগুলো যত্তো আছে
হোক গোছালো বা অগোছালো,
মুঠো ভরে সব দেবো বিসর্জন
দেখাবো ভবিষ্যতের ঝলমলে আলো।
হলদে পাখি!
পরস্পর সম্ভোধিত শব্দগুলো
তা মিষ্টি যতোই হোক,
ভেলায় করে ভাসাবো মনসাগরে
নতুবা মন্দ বলবে লোক।
হলদে পাখি!
নির্ঘুম রাতের প্রহরগুলো
তা কষ্ট যতোই হোক,
বালিশ চেপে কবর দেবো
চোখ-নদীতে বয়ে গেলোই না হয় শোক।
হলদে পাখি!
বৃষ্টি না হয় ঝরলো মনে
তা যতোই ভাসুক বুক,
একলা আমি দেবো পারি
দীর্ঘশ্বাসে পাহাড়সম সব শোক।