ঘর!
ঘর বলে আছে কিছু আমার?
নাহি মনে হয় আর,
আপন করিয়াছি যাহারে
কোথাও নাহি কুলায় তাহারে।
ঘর!
তবে আমার কিসের ঘর?
ঘরের কথা ভাবি না আমি,
যদি আপনার আপন- আপন না রহি
তবে হ’বে কি ঘর করি?
আমি রাখিয়াছি তাহারে যতনে যতনে
যেবা করিয়াছে মোরে আপন-
আমি করিয়াছি তাহারে।
সব কিছু মোর ঘরে ধরিল
ধরিল না আপনের আপনারে;
তবে সে ঘর আমার নয়,
আমি যেথায় যখন রাত কাটাই
সেথায় মোর ঘর হয়।
আপন আমার সবচেয়ে আপন
সে রহিবে তো নাহি মোর ঘরের প্রয়োজন,
সে রহিবে তো নাহি মোর ঘরের প্রয়োজন।

রচনাকালঃ ১৯ ও ২০ ফেব্রুয়ারি, ২০০২খ্রিঃ।