বুকের ভিতর আছে এক কান্না নামের সাগর,
সেই সাগরে ডুবে আছে কষ্টজীবী নিথর।
নীচের দিকে নামছে পথ গলায় বেড়ে ফাস,
বুকের মাঝে আটকে আছে উপেক্ষিত শ্বাস।
চোখের জলে হয়েছে নোনা কান্না সাগর জল,
নিথর কষ্ট ডুবে মরেছে হারিয়ে গেছে তল।
পাহাড় ঘেরা পাথর বুক মধ্যখানে সাগর,
পথ মিশেছে সাগর জলে ভেঙেচূরে পাঁজর।