১.
বুকের ভিতর নদী আছে
খরায় শুকনো চৌচির,
সখির ছোঁয়ায় ভরাবো জলে,
যতই হউক তা গভীর।
২.
নদীতে এখন জল এলো
খেলবো রঙের খেলা,
সখির সাথে হবে প্রণয়
ভাসাবো জলে ভেলা।
এখন জলের কলকলানি
নদীতে জল থৈ থৈ,
নদীর বুকে বেঁধে বাস
সখির আঁচল পেতে রই।
আমার বুকে নদী আছে
আর নদীর বুকে আমি,
সখির শখে ডুবে মরি
আহা! একটি ফুলে দু'টি পাপড়ি।