বর্ষা তলে শ্যাওলা মনন
উষ্ণতা চায় প্রাণে,
দীঘল ক্ষণে বৈরি কথন
কার কথা কে মানে!
আজ বাহারি বৃষ্টিধারা
মন যে কেমন করে,
গায়ের জামায় রঙ লাগায়
হাজার বারণ তারে।
তার হাতের বৃষ্টিধারা
আমার হাত ছুঁয়ে,
অন্য আষাঢ় ঝরে পড়ে
স্মৃতির রাঙা ধুয়ে।
কোথায় তার বৃষ্টিবিলাস
কোথায় প্রণয় ভাব?
ক্ষোভের মোহে সৃষ্টিবিনাশ
বর্ষাবাদলি শাপ।