মুষ্টিবদ্ধ, হৃদয় পোক্ত, মনোবল দীপ্ত
ব্যথায় মিশানো শাণ
যত মারো বাণ
আমি নই তো ক্ষিপ্ত।
আমি উন্মুখ
চেয়ে দেখি সম্মুখ
দাও, আরো দাও
ব্যথার দানেই চিত্ত জ্বলুক।
তুমি নিষ্ঠুর
করিয়াছ পিষ্টুর
আমার যত সব দক্ষিণা,
ভাবনাচিন্তা করো না
আমি ওসবে মনে কিছু করি না।
জ্বালিয়ে যৌনতা
রেখে মৌনতা
তুমি যত পারো হয়ে যাও তুষ্ট,
তবু তোমার পদগত থাক আমার অর্পিত পুষ্প।
আমি নিঃস্ব
নই দৃশ্য
হয়েছি তোমার হৃদয়ে পিষ্য,
ব্যথাতুর হৃদয়ে আরো দাও ব্যথা
তবু নয়তো হৃদয় কৃশ্য।
একদিকে দান
অন্য দিকে ম্লান
কাঙ্গাল ভাবিয়া করিয়াছিলে যাহা,
আমি অবজ্ঞেয় করিনি
সবই লইয়াছি মস্তক পাতিয়া তাহা।
দাও বিদায়
হও সদয়
যত পারো তুমি করো
আমি করি না গো অভিমান,
যত দিয়েছো
সকলই নিয়েছি
এ যে তোমারই ব্যথাহত দান।
(বিদ্রোহী প্রেমের কবিতা)