যে খাটালে তোমার অাবাস
সে খাটালে পূজি আমি,
তোমার তরে অঞ্জলি দেই
হৃদয়ঙ্গম করো তুমি।
তুমি দিব্য, হে অঙ্গনা
জ্বালিয়ে দাও প্রেমে শিখা,
তুমি দীর্ঘ আমি হ্রস্ব
শুষ্ক ঝুটা মরীচিকা।
কামুক ঠাহর, প্রমোদ চঞ্চু
অতি সম্যক্ এক ভাচিত্র,
যেন দেবী, এক প্রণয়ী
ফিরে না যে যুগল নেত্র।

ব্যগ্রতা মোর অর্চনা মোর
তুমি শুচি- স্বর্গ পীযূষ,
অর্পণ করো প্রেম আসঙ্গ
না হও যেন ক্বচিৎ কঁজুস।
______________________

কবিতাটি স্বরবৃত্তে লিখা।
প্রতি পঙক্তিতে দু'টি পর্ব।
প্রতি পর্বে ৪ মাত্রা।