তুমি সুন্দর।
মূল আধেয় সেটা নয়,
তোমায় আমি ভালবাসি
যদি তোমার একটু মর্জি হয়।
সত্যি কথা কি-
তুমি অপরূপ!
প্রশ্ন করবে- ‘কিভাবে?’
যেমন তোমার চোখ
তেমন তোমার চাহনি,
যেমন তোমার অধর
তেমন তার কাঁপুনি।
চুলগুলো তোমার বর্ষার একঘেয়ে বৃষ্টি,
উরোজ তোমার দারুণ শৈল্পিক,
যেন ঈশ্বরী।
মনে করো, তুমি আমি স্খলিত হয়ে-
বদ্ধ কোনো চৌহদ্দিতে,
আর বাহিরে গুজগুজে লোকসমাজ।
অতঃপর অর্গলমুক্ত করে দ্বার
আমাকে কি পারবে ফেলে ছুড়তে?
পারবে আমাকে ছাড়া অন্য কাউকে---?
জানি, তুমি পারবে না, তুমি পারো না;
তোমায় নিয়ে যেমন বদ্ধ চৌহদ্দির শয্যাতে
তেমনই থাকবো পুষ্পসজ্জিত বাসর রাতে।
রচনাকালঃ ১৯৯৮ খ্রিঃ।