তোমাকে আকাশে জুড়ে থাকা
অনেকগুলো তারার সাথে তুলনা করবো না,
তোমাকে বলবো না-
তুমি ঝিলে ফুটা কতকগুলো পদ্ম,
তুমি আমার জীবন আকাশে-
ঐ একটাই চাঁদ
আর ঝিলে ভাসা একটা পদ্ম।
তুমি আমার হৃদয়ের অলিন্দের
ক্ষুদ্র ক্ষুদ্র স্পন্দন,
অসহ্য মরুভূমির বালুকা রাশির
রাশি রাশি ক্রন্দন।
আমি চাই না, চাই না সে সুখ
যে সুখ তুমিবিনা ধরা দিতে উন্মুখ,
ঘৃণ্য এমন সুখ!
নিজেরে নিয়ে আমি ব্যস্ত নহি
তোমাকে নিয়ে ভেঙ্গে দিতে পারি
যত সব দৃঢ় সন্মুখ।
রাতের পালকগুলো যদি লুকায়-
অন্ধকারের আড়ালে,
তুমি নিঃশব্দ হবে না,
নিস্তব্ধ হবে না,
রয়ে যাবে গহিন অন্তরে।
তেমনি পাশে থাকলে তুমি
পৃথিবীর রেড়াজালে নিঃশব্দে নিঃশেষ হবো না আমি,
যাবো বিজয়ান্তে।
তুমি শুধু চাঁদ হয়ে আকাশে
আলো দেবে আমার পৃথিবীতে
আর পদ্ম হয়ে জীবন ঝিলে
ফুটে রবে আপন মহিমা রূপে।
রচনাকালঃ ১২ মে, ২০০০খ্রিঃ।