মন্থরগতি আমি নিরুদ্দিষ্ট যাত্রী
অবসন্ন নিস্তেজ তন,
রাত যেন নিভৃত আবাস
আজ কেন অন্যমন!
মুমূর্ষু রাত্রি অন্তিম প্রায়
শূন্য মানব জন,
রাস্তাটা যেন প্রশস্ত নদী
আজ কেন অন্যমন!
আকাশের বুকে ভাঙা চন্দ্রফালি
রাস্তার পাশে অরণ্যবন,
প্রহর যেন নিঃসঙ্গ একা
আজ কেন অন্যমন!
প্রত্যূষের প্রত্যাশায় দিগ্বর্তী রাত্রি
নক্ষত্রের নিশ্চেষ্টতা পন,
দিগন্ত যেন চলার অগ্রগামী
আজ কেন অন্যমন!