ভালোবাসি
  সোমা বিশ্বাস - রূপলেখা

ভালোবাসি ভালোবাসি বলে খুব বিরক্ত করি হয়তো,
ধরো কোনদিন নিস্তব্ধ হয়ে যাই,
তুমি কি খুব বিরক্ত হবে?
নাকি আমার কাছে এসে আমার দুষ্টুমি গুলোকে প্রশ্রয় দেবে?
সারাক্ষণ তোমাকে নিজের পাশে থাকার অনুভব করার চেষ্টা করে চলি,
ধরো, কখনও মনে হলো, আমি কোথাও নেই।
সারা পৃথিবী তন্নতন্ন করে খুঁজেও কোথাও পাবে না।
আমার না থাকা কি তোমাকে আমার অভাব বোঝাবে?
নাকি কালের স্রোতে গা ভাসিয়ে দেবে?
ধরো, তোমাকে অনেক মানুষ ভালোবাসে
তার মধ্যে নিতান্ত নগন্য আমি একজন।
সবাই তোমাকে ঘিরে রেখেছে,
আমি অস্পৃশ্যের মতো দূরে দাঁড়িয়ে
শুধু তোমাকেই দেখে যাচ্ছি।
তুমি কী ভীড় ঠেলে আমার কাছে এগিয়ে আসবে?
আমার হাতটা ধরে আমাকে সাথে নিয়ে যাবে?
নাকি আমাকে না দেখে অবহেলা করে মুখ ফিরিয়ে নেবে?
জানি বদলে যাওয়া প্রকৃতির নিয়ম।
মানুষ হোক বা প্রাণী বা বস্তু,
ক্ষণে পলে বদলায়, প্রতি মুহূর্তে বদলায়।
যখন যেখানে যে অবস্থাতেই থাকো
দূর থেকে বলো - " ভালো আছি।"
ভালো থাকার চেষ্টা করে বলো - "ভালো আছি।"
আমি তোমার কাছে থাকলেও বলে যাবো - "ভালোবাসি ।"
দূর থেকেও বলবো - "ভালোবাসি ।"
নিরবে নিস্তবে বলবো - "ভালোবাসি ।"
বেঁচে থাকতেও বলবো - "ভালোবাসি ।"
পার্থিব দেহ নষ্ট হয়ে গেলেও
     পাখির কূজনে ভ্রমরের গুঞ্জনে
শুনতে পাবে - "ভালোবাসি ভালোবাসি ।"

রচনা - শ্রীরামপুর, ২৩ মার্চ ২০১৯