পঞ্চপদী :

তিনটে পাখির লড়াই
সোমা বিশ্বাস

তিনটে পাখি লড়াই করে কলা গাছের মাথায়।
হেতোর মা আঁকলো তাদের ন্যাপার আঁকার খাতায়।
খাতার পাতা কুটোকুটি,
ইঁদুর ছানার হুটোপাটি,
ইঁদুর কামড় খেয়ে ন্যাতা কঁকিয়ে উঠলো ব্যথায়।