শকুন্তলা ছিল এক নির্বাসিতা রাজকন্যা,
অার অামি ও তাই ।
তার অার অামার মধ্যে কোন অন্তর নাই ।
তাই বলে তুমি কী দুষ্মন্ত্য হবে ?
সাধ পূরণ হলেই বুঝি অামায় ছেড়ে যাবে ?
#সোমা